গাজীপুরে গাড়িচাপায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে গাড়িচাপায় শান্তি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শান্তি বেগম জামালপুরের ইসলামপুর উপজেলার দর্জিপাড়া এলাকার হাসমত আলীর স্ত্রী।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই বিনয় কুমার সরকার জানান, স্ত্রীকে নিয়ে হাসমত আলী জয়দেবপুর থেকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুরে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই শান্তি বেগমের মৃত্যু হয়।