
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছে।
সোমবার সকালে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম মো. বাইতুল্লাহ (২৩)। তিনি রংপুর জেলার পীরগাছা থানার শিবদেবচর এলাকার আবু বকরের ছেলে।
নাওযোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস ছালাম জানান, বাইতুল্লাহর ভাই মো. আশরাফুল ইসলাম ঢাকার আশুলিয়া এলাকায় পোশাক কারখানায় চাকরি করেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তিনি ভাইয়ের বাসায় যান। সেখান থেকে বাইতুল্লাহ সোমবার ভোরে সাইনবোর্ড এলাকায় আসেন আরেক আত্মীযের সঙ্গে দেখা করতে। ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।