গাজীপুরে চারটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় চারটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয় হালিমের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের আরো তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।