গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : রোববার সকালে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ৭টার দিকে কোনাবাড়ী এলাকায় সেলিমের ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশে থাকা অন্য ঝুটের গুদাম ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর ও কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণের আনে। আগুনে ছোট-বড় ২০টি ঝুটের গুদাম পুড়ে গেছে এবং আটটি ফার্নিচারের ও একটি মোটরপার্সের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।