নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে রাজেন্দ্রপুরের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর সদরের পশ্চিম নয়নপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে এবং ডিজিএফআই হেডকোয়ার্টারের প্রশাসন ব্যুরোর সিভিল সেকশনের উচ্চমান সহকারী আবু হানিফ (৩২) ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক আনোয়ার (৪২)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুরগামী একটি ট্রাক ঢাকা-কাপাসিয়া সড়কের নয়নপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর সম্মিলিত সাময়িক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। এর মধ্যে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক হানিফ ও আনোয়ারকে মৃত ঘোষণা করেন।