নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকার প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির মুরগির শেডে আগুন রাত সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সন্ধ্যা ছয়টার দিকে মেম্বরবাড়ি এলাকার ওই পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির একটি মুরগির শেডে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুরের জয়দেবপুর এবং শ্রীপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনেন।
আগুনে মুরগির ওই শেড পুড়েছে এবং বেশ কিছু মুরগি পুড়ে মারা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ওই কর্মকর্তা।