গাজীপুর : গাজীপুর গোয়েন্দা পুলিশ মনিরুজ্জামান নামে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার নিজ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
আটককৃতরা হলো- গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল পূর্বপাড়া এলাকার ফটিক বর্মনের ছেলে লিটন চন্দ্র বর্মন (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার চকবড়হর নুতনবাজার এলাকার অতুল বাবুর ছেলে প্রদীপ বাবু (১৯) এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার নয়ন বর্মনের ছেলে প্রদীপ বর্মন।
পুলিশ সুপার জানান, কুমিল্লার লাকসামের মনিরুজামান (৪৩) গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকায় ভাড়া থেকে ওই রিসোর্টে খাবার ও স্টেশনারি মালামাল সরবরাহের কাজ করতেন। গত ৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ভাই কাওসার আহমেদের আবেদনের প্রেক্ষিতে নিখোঁজ মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার ওই তিনজনকে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী পিঙ্গাইল এলাকার ওই রিসোর্টের পাশের গজারীবন থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। ব্যবহৃত মোবাইল ফোন ছাড়াও পুলিশ মনিরুজ্জামানের বাইসাইকেলটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।