গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বুধবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (৩৭) ময়মনসিংহের পাগলা থানার পাইথল এলাকার মৃত মেহের আলীর ছেলে।

আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ডের ইয়াকুব আলী ও আনোয়ারা বেগম দম্পতির বড় মেয়ে জেসমিনের সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়।২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দুই পরিবারের অজান্তে তারা এ বিয়ে করেন। পরে তারা গাজীপুরের জয়দেবপুর থানার পূবাইল এলাকার বসুগাঁও গ্রামের জনৈক হাসান উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।

এদিকে বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ২০১২ সালের ২৪ জুন রাতে কোনো এক সময়ে সাইফুল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান এবং পরদিন সকালে তার মৃত্যুর খবর মোবাইলে জেসমিনের মাকে জানান।

খবর পেয়ে আনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই আনোয়ারা বেগম সাইফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির এসআই মো. আবদুল করিম তদন্ত শেষে সাইফুল ইসলামকে অভিযুক্ত করে গত ওই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার আদালত ওই রায় দেন।

রাষ্ট্রপক্ষে গাজীপুরের এপিপি শরীফ মোহাম্মদ ফজলে রাব্বী এবং আসামিপক্ষে আফসানা মিমি মামলাটি পরিচালনা করেন।