গাজীপুর : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বাগেরবাজারে এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার জিহাদ মিয়া জানান, সাড়ে ৬টার সময় বাগেরবাজারে ট্রাক ও মেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও কমপক্ষে ১২ জন গুরুতর আহত হন। আহতদের গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।