
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার কালিয়াকৈর উপজেলার ‘বেনুপুর ও আশাপুর’ কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর ওয়ার্ডের সদস্য মো. মোজাম্মেল হোসেন জানান, বেনুপুর ও আশাপুর গ্রামের সামাজিক কবরস্থান এটি। কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেয়ারটেকার বৃহস্পতিবার সকালে এসে দেখেন কবর খোঁড়া। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।
কালিয়াকৈর থানার এসআই আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু কবর খোঁড়া পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।