গাজীপুর : গাজীপুরে ট্রাকচাপায় তানিয়া আক্তার (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তালগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
তানিয়া আক্তার স্থানীয় ফরচুনা পোশাক কারখানার শ্রমিক এবং নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই আবদুল সালাম জানান, তানিয়া কুনিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ওই কারখানায় চাকরি করতেন। সকাল ৬টার দিকে কারখানায় যাওয়ার পথে কুনিয়া তালগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।