নিজস্ব প্রতিবেদক : গাজীপুর : গাজীপুরে অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম ও একটি বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় মোস্তফা কামালের ঝুটের গুদামে রাত ১০টার দিকে আগুন লাগে। আগুন গুদামের পাশে শাহজাহানের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ও কালিয়াকৈরের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।