নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতিসহ ১৬ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থীরা জয়ী হয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (বিএনপি সমর্থিত) প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত হলেন সভাপতি পদে সুদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে মনজুর মোর্শেদ প্রিন্স, সহসভাপতি পদে আখতার হোসেন ও মোহাম্মদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে আজিজুল হক, লাইব্রেরি সম্পাদক পদে কাজী আলম, অডিটর পদে মুহা. মেহেদী হাসান, মহিলা সম্পাদক পদে ফাহমিদা আছমত, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে হামিদা পারভীন শৈলী নির্বাচিত হয়েছেন।