গাবতলীতে পুলিশের গাড়ি এবং বক্সে আগুনে মামলা হবে

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের আন্তরিকতা এবং চেষ্টার কারণেই সফলভাবে জঙ্গি বা সন্ত্রাসবাদ মোকাবিলা করা গেছে। এ কারণে এ বাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে।

বুধবার মিরপুরে পুলিশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ মেমোরিয়াল ডের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যরা দেশের জন্য, জনগণের জন্য আত্মাহুতি দিয়েছেন। দেশ ও জনগণের প্রতি ভালবাসা এবং দায়িত্ববোধের কারণেই তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তারা দেশের গর্ব, পুলিশ বাহিনীর গর্ব। বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী এবং আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সরকার কাজ করে যাচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘গাবতলীতে পুলিশের গাড়ি এবং বক্সে আগুন দেওয়ার ঘটনায় মামলা হবে। তদন্তে কারো অপরাধ বের হলে সেক্ষেত্রে আইনের আওতায় আনা হবে।’

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।