গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শাহ আলম (৩২)।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শাহ আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, শাহ আলম শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় বলে দাবি করেন তার স্বজনরা। তাকে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ আলম বৈশাখী পরিবহনের চালক ছিলেন বলে জানান বাচ্চু মিয়া।