গাবতলী বাস টার্মিনালে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী বাস টার্মিনালে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালগামী একটি অ্যাম্বুলেন্স গাবতলী বাস টার্মিনালের সামনে পৌঁছালে পরিবহন শ্রমিকরা এটি ভাঙচুর করে।

এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গাবতলী মাজার রোডের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বুধবার সকাল থেকে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের সড়ক থেকে তুলে দেওয়ার জন্য অভিযান চালায় পুলিশ। সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

দুই চালকের সাজার প্রতিবাদে সারা দেশে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন আজ।