নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস ব্যবসার আড়ালে ফেনসিডিল বিক্রি করছে একটি অসাধু চক্র।
র্যাবের জালে চক্রের দুই সদস্য ধরা পড়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং ফেনসিডিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেন, ‘বুধবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪১ নম্বর বাসার নিচতলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনোয়ার হোসেন ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার এবং ৮শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে বাসাটি ভাড়া নেয়। গার্মেন্টসের বিভিন্ন পণ্য সরবরাহ করার আড়ালে তারা মূলত ফেনসিডিলের ব্যবসা করত।’
তিনি জানান, আটককৃত আনোয়ারের বাড়ি জয়পুরহাটে। ট্রেন বা অন্য কোনো মাধ্যমে তারা ফেনসিডিলের বড় বড় চালান ঢাকায় নিয়ে আসে। গত দুই বছর ধরে আনোয়ার উত্তরায় এ ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।