নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে নাসরিন (৩২) নামে এক নারী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় নাসরিনের স্বামী জসিম উদ্দীনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহাবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নাসরিন নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
নাসরিনের চাচাতো ভাই নাজমুল জানান, নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য গ্রামে তাদের বাড়ি। জসিম একটি রেন্ট-এ-কার কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করেন। আর নাসরিন একটি বেসরকারি হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতেন।