গুঞ্জন হলো সত্যি

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে-এমন গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু বিশ্বস্ত কোনো সূত্র বিষয়টি এতদিন নিশ্চিত করেনি।

অবশেষে বক্স অফিস বিশ্লেষক কমল মেহতা টিউবলাইট সিনেমায় শাহরুখের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, ‘নিশ্চিত খবর বন্ধুরা। সত্যিই অসাধারণ খবর। সালমান খানের টিউবলাইট সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।’

সালমান ও শাহরুখ প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত করণ-অর্জুন সিনেমায়। এরপর দুশমন দুনিয়া কা (১৯৯৬), কুচ কুচ হোতা হ্যায় (১৯৯৮), হার দিল জো পেয়ার কারেগা (২০০০) এবং হাম তুমহারে হ্যায় সনম (২০০২) সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের। শাহরুখের ওম শান্তি ওম সিনেমার একটি গানে শেষবার পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন এ দুই অভিনেতা।

এদিকে এক থা টাইগার (২০১২) এবং বজরঙ্গি ভাইজান (২০১৫) সিনেমার পর নির্মাতা কবির খানের সঙ্গে এটি সালমানের তৃতীয় সিনেমা। এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।