আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পক্ষে সৌদি আরবে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে রিয়াদ। মঙ্গলবার তাদের এ দণ্ড দেয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা সবাই সৌদি আরবের নাগরিক। তবে তারা দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সৌদি আরবের আলরিয়াদ নামে একটি সংবাদপত্র জানিয়েছে, ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার আদালত এদের মধ্যে দুজনকে খালাস দিয়েছে, ১৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। বাকীদের ছয় মাস থেকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন ছাড়া সবাই সৌদি আরবের নাগরিক। মুক্তিপ্রাপ্ত দুজনের একজন ইরান ও অপরজন আফগানিস্তানের নাগরিক।
গত ফেব্রুয়ারিতে এ মামলাটির শুনানি শুরু হয়েছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগেই পরে সৌদি আরবে অবস্থানরত শিয়া নেতা নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এর জের ধরে মার্চে সৌদি দূতাবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।