
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় লেখক গুলজারের মেয়ে মেঘনা গুলজার। এর আগে ফিলহাল, তলওয়ার নির্মাণ করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এ নির্মাতার পরবর্তী সিনেমা রাজি।
সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গত ১ আগস্ট মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন করন জোহর। সিনেমাটির সহকারী প্রযোজক তিনি। তিনি জানান, ২০১৮ সালের ১১ মে মুক্তি পাবে রাজি।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মেঘনা গুলজারের এই সিনেমা। সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধও এসেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। সিনেমাটিতে আলিয়া ভাটকে সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যার জন্মস্থান কাশ্মীর এবং পরবর্তীতে পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে তার বিয়ে হয়। এই সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল।
হরিন্দার সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ভারতের পাঞ্জাব, কাশ্মীর এবং মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জংলী পিকচার্স এবং ধর্ম প্রোডাকশন।