নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিকুল ইসলাম বলেন, ‘অনেক চেষ্টার পর বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে নতুন করে অন্য কোনো জায়গায় আগুন লাগার আর সম্ভাবনা নেই।’
তিনি আরো বলেন, ‘ভেতরে দাহ্য পদার্থ থাকায় ধোঁয়া বের হচ্ছে। তবে সেগুলো আগুন না। আর তদন্তের পরই আগুনের কারণ জানা যাবে।’
এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপপরিচালক দেবাশিষ বর্ধনকে প্রধান করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক মাসুদুর রহমানকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশনের পরিদর্শক শরিফুল ইসলাম, তানহারুল ইসলাম ও সালাহ উদ্দিন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ এই তথ্য জানিয়েছেন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে প্রায় ৬ শতাধিক দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।