নিজস্ব প্রতিবেদক : গুলশান ডিসিসি মার্কেটের আগুন পাশের কমার্স মার্কেট ও কাঁচাবাজারে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে আগুন এ দুটি জায়গায় আগুন ছড়িয়ে পড়ে।
সরেজমিন দেখা গেছে, ফায়ার সার্ভিসের লোকজন যখন আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করছিলেন। এরই মধ্যে কমার্স মার্কেটের ফার্নিচারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এর মধ্যে পানি দিতে থাকলে কালো ধোঁয়া বের হতে থাকে। এর কিছুক্ষণ পরই মার্কেট ঘেঁষা পাশের কাঁচাবাজারেও আগুন ছড়িয়ে যায়। এ সময় ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়। অনেকেই ফার্নিচার বের করে গুলশানের প্রধান রাস্তায় জড়ো করছিলেন।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান ডিসিসি মার্কেটে আগুন লাগে। ইচ্ছাকৃতভাবে এ আগুন লাগানো হয়েছে। তাদের উচ্ছেদ করতেই মূলত এ আগুন দেওয়া হয়েছে।
তবে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে ডিসিসি উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা। তারপরও তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে আগুনের কারণ।’