নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারে সেনা অভিযানে গুলিবিদ্ধ চার রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়েছেন।
মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে স্বজনরা গুলিবিদ্ধ চারজনকে চমেকে নিয়ে আসেন। তারা হলেন- আবদুল গণি (৫০), আরাফাত (২৫), আমান উল্লাহ (২৮) এবং আয়াত উল্লাহ (১৭)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, সকালে মিয়ানমারের চার রোহিঙ্গা নাগরিককে চমেকে আনা হয়েছে। কক্সবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের চমেকে হস্তান্তর করা হয়।