গুলিবিদ্ধ নারী ও শিশুসহ ৯ জন রোহিঙ্গা চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারে চলমান সেনা অভিযানে গুলিবিদ্ধ নারী ও শিশুসহ ৯ জন রোহিঙ্গা নাগরিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পৃথক পৃথক সময়ে এদের চমেকে নিয়ে আসে স্বজনরা।

গুলিবিদ্ধ রোহিঙ্গা নাগরিকরা হলেন- মনছুর রহমান (২৫), করিম উল্লাহ (৪০), হামিদ (৩২), তাহের (১৯), ফাতেমা (১৫), আজিজা (১১), রশিদ (২৪), শামসু (৩৫) ও তাহের (২১)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে চমেকে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে দীর্ঘ সীমান্ত পাড়ি দিয়ে গুলিবিদ্ধ এবং গুরুতর আহত এসব রোহিঙ্গা নাগরিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে এদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

মিয়ানমারে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গা নাগরিক চমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে এক শিশুসহ মারা গেছে দুজন।