গুলিস্তানসহ আশপাশে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানসহ আশপাশের এলাকার ফুটপাত হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার দুপুরে তারা ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান শুরু করে।

উচ্ছেদ অভিযানে হকারদের চৌকি, বাক্স, কার্টনসহ বিভিন্ন আসবাবপত্র বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এ ছাড়া কয়েকজন হকারের মালামাল জব্দ করা হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। এ সময় ডিএসসিসির কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব বলেন, নির্দেশনা অমান্য করে গুলিস্তানসহ আশপাশের এলাকার ফুটপাতে যেসব হকার দোকান নিয়ে বসেছিলেন, তাদের উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

হকারদের পুনর্বাসনের বিষয় নিয়ে গত ১১ জানুয়ারি নগর ভবনের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও হকার নেতাদের সঙ্গে বৈঠক করেন মেয়র। বৈঠকে সিদ্ধান্ত হয়- কর্মদিবসে গুলিস্তান, মতিঝিল ও এর আশপাশ এলাকার ফুটপাতে দিনের বেলা কোনো হকার বসতে পারবে না। তবে অফিস শেষে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা গুলিস্তান-মতিঝিল এলাকায় বসতে পারবে।