গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

আত্মহত্যা

আল-আমীন, মেহেরপুরঃ
গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে বিষ পান করে মিম (১৪) নামের এক গৃহকর্মী আত্মহত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে।
মিম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার সকালে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কিমিয়া ফার্মেসী (দাওয়া খানা) র মালিক হাকীম আবু জাফরের বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সোমবার রাতে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে নির্যাতিত মিম এর কথিত খালা বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল খালেক ওরফে চিটার খালেকের দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুন ও হাকীম আবু জাফরের স্ত্রী গৃহকর্তি হাকীম সেলিনা সাংবাদিকদের সাথে অসাদাচারণ করে বলেন, আমার বাড়ির কাজের মেয়েকে আমি শাসন করতেই পারি। এছাড়া গৃহকর্মী নির্যাতনের ঘটনা ধামা চাপা দিতে নানা ধরনের গল্প তৈরীর চেষ্টা চালান।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কথিত খালা সুন্দরীর মাধ্যমে হাকীম আবু জাফর ও হাকীম সেলিনা খাতুন মিমকে মোটা অংকের মাইনা ও ভাত কাপড় দেয়ার শর্তে কাজের বুঁয়া হিসেবে নেন। বাড়িতে নিয়ে এসে কিছুদিনের মধ্যেই হাকীম জাফর ও তার স্ত্রী সেলিনা খাতুন ছোট খাটো বিষয় নিয়ে মারধর ও শারীরিক নির্যাতন শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, মিমকে ঘরে আটকে রেখে প্রায় মারধর করে থাকে। এছাড়া হাকীম আবু জাফর ও তার স্ত্রী সেলিনা বাড়ির বাইরে গেলে মিমকে ঘরের মধ্যে আটকিয়ে রাখে।
সোমবার সকালে থালা-বাসন পরিস্কার করার সময় থালাতে সামান্য ময়লা থাকার অপরাধে হাকীম সেলিনা তাকে ছড়ি দিয়ে মারপিট করে। নির্যাতন সইতে না পেরে কাজের বুঁয়া মিম আবু জাফরের বাড়ির ছাদের উপর থাকা বিষ পান করে। সাথে সাথে অসুস্থ হয়ে পড়লে মূমূর্ষ অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেন। সেখান থেকে বিষ উত্তোলন করলেও তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
এদিকে মিমকে নির্যাতনের ঘটনা ধামা চাপা দিতে কথিত খালা সুন্দরী খাতুন মারিয়া হয়ে উঠেছেন। সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মিম এর সাথে কাউকে কথা বলতে দিতে চাচ্ছেন না।
তবে মিম জানান, আমাকে যে মাইনা দেয়া হয় সেটি আমার খালা সুন্দরী খাতুনের হাতে তুলে দিতে হয়।
জানা গেছে, হাকীম আবু জাফর ও তার স্ত্রী হাকীম সেলিনা গাংনী চৌগাছাতে ভাড়া বাসাতে থাকার সময় তার গৃহকর্মীকে প্রায় নির্যাতন করতো। এক পর্যায়ে ওই গৃহকর্মী বাড়ির প্রাচীর টপকিয়ে পালিয়ে এসে তার উপর নির্যাতনের কথা বর্ণনা করে। এছাড়া তাকে ঠিকমত খাবার দেয়া হতো না বলে অভিযোগ করেছিলেন। পরে ওই গ্রামবাসি আবু জাফরকে পিটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বিয়ষটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।