
গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর মহিলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা একা।
চিত্রনায়িকা একা কারামুক্ত
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তিনি কারাগার থেকে বের হন।
কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছার পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে একার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। তবে ১২ আগস্ট নায়িকা একার আইনজীবী হুমায়ুন কবীর গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত সেই জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
এর আগে গত ১০ আগস্ট মাদকদ্রব্য আইনে করা মামলায় একার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত।
গত ১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত নায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।