গৃহকর্মী হিসেবে ১২ বছরের নিচে কোনো শিশুকে নিয়োজিত না করতে নিষেধ

জ্যেষ্ঠ প্রতিবেদক : গৃহকর্মী হিসেবে ১২ বছরের নিচে কোনো শিশুকে নিয়োজিত না করতে নিষেধ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

তিনি বলেছেন, ‘১২ বছরের নিচে গৃহকর্মী হিসেবে কোনো শিশুকে নিয়োজিত করবেন না। আর গৃহকর্মে নিয়োজিতদের গায়ে হাত তুলবেন না।’

২৮ এপ্রিল ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ ও পয়লা মে ‘মহান মে দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই বাংলাদেশে আর কোনো শ্রমিক অসহায় থাকবে না। শ্রমিকের কল্যাণে সরকার কল্যাণমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।’

এদিকে সেফটি দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ থেকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি বের হবে। র‌্যালিটি শেষ হবে জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে গিয়ে।