
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম রিমান্ড শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় আসামি মিল্টন সিদ্দিকীকে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার করে। পর দিন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে পাঠান। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে জেল হাজতে পাঠান এবং আজ বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
গত ১৪ মার্চ কালিহাতী উপজেলার এক গৃহবধূকে সালিশের কথা বলে ডেকে নিয়ে এলেঙ্গা রিসোর্টের একটি কক্ষে ইউপি চেয়ারম্যান মিল্টন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ওই দিন রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।