গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় খালেক কাজী (৮৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার চাপ্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে। খালেক কাজীর বাড়ি কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলী নূর জানান, সকালে বাড়ি থেকে চাপ্তা বাজারে চা পান করতে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।