 
		  আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যমে মার্কিন প্র্রশাসনের গোপন তথ্য সংক্রান্ত নথি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকারের এক ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদার হিসেবে কাজ করতেন রিয়েলিটি লেইগ উইনার। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি প্রতিষ্ঠান থেকে তিনি গোপন নথি সরিয়েছেন এবং এগুলো এক সংবাদমাধ্যমকে সরবরাহ করেছেন।
সিএনএন জানিয়েছে, দ্য ইন্টারসেপ্ট নামের একটি অনলাইন মার্কিন নির্বাচনের সময় রুশ হ্যাকারদের হামলা সংক্রান্ত যেসব নথি প্রকাশ করেছে উইনারের ফাঁস করা নথিগুলোর সঙ্গে সেগুলো মিলে যায়। ইন্টারসেপ্ট এগুলো প্রকাশ করার পরপরই উইনারকে গ্রেপ্তার করা হয়।
এসব নথিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ দাবি করেছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটের সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল। তবে এই হ্যাকিংয়ের ফলে নির্বাচনে কোনো প্রভাব পড়েছে তার প্রমাণ পাওয়া যায়নি।



 
			 
			 
			 
			