গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুল ছাত্রকে প্রকাশ্যে বেধড়ক মারপিট

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার পাটগাতী বাসস্টান্ডে প্রকাশ্যে গিমাডাঙ্গা টুংগীপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রকে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে মোঃ হামিম ফকির সকাল বেলা বিদ্যালয়ে গেলে গিমাডাঙ্গা গ্রামের সাফায়েত বিশ্বাসের ছেলে মুন্না বিশ্বাস ও আরো অনেকে তাকে প্রথমে ধাওয়া করে এবং তাকে ধরে নিয়ে পাটগাতী বাস স্টান্ডের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্রীজের ওপর তাকে বেধড়ক মারধর করে। মুন্না বিশ্বাস পূর্ব পরিকল্পিত ভাবে তাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে ছিল তারা এ সময় হাতুড়ী ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পারপিট করে।
গতকাল সরজমিনে গিয়ে জানা যায়, পূর্বের মারামারির ঘটনাকে কেন্দ্র করে এই মারামারির উৎপত্তি হয়। কিন্তু পূর্বের মারামারি সম্পর্কে আহত হামিম ফকির কিছুই জানে না বলে জানায়।
এ ব্যাপারে হামিম ফকিরের বাবা ইউসুফ আলী ফকির বলেন, আমার ১৪ বছর বয়সী ছেলে হামিম ফকিরকে অন্যায় ভাবে তারা মারলো আমি তার বিচার চাই।
আহত মো হামিম ফকির বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মারামারির ব্যাপারে থানায় কোন লিখিত কোন অভিযোগ পাইনি।