গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার তিনটি ইউনিয়নের স্থগিত তিনটি কেন্দ্রের নির্বাচনের ফলাফলে ২টি ইউনিয়নে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার তিনটি ইউনিয়নের স্থগিত তিনটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ক্ষিরোদ রঞ্জন বিশ্বাস নির্বাচিত হন।
একই উপজেলার রাজপাট ইউনিয়নে রাজপাট কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শেষে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম খান বিজয়ী হন।
মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রের ভোট গ্রহণ শেষে ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী হাজী মোহম্মদ আলী শেখ নির্বাচিত হন।
কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা এসব তথ্য জানিয়েছেন।