গোপালগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে মনোজ রঞ্জন জয়ধর (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকার হোটেল হিসামের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মনোজ রঞ্জন পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ গ্রামের সত্য রঞ্জন জয়ধরের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হোটেলের একটি রুম ভাড়া নেন মনোজ। সকালে তিনি গোসল করতে বাথরুমে যান। এরপর থেকে বাইরে বের না হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় দিলে পুলিশ গিয়ে বাথরুমের দরজা ভেঙে মনোজের লাশ উদ্ধার করে।