গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জঙ্গিবিরোধী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের মূল ফটকে জঙ্গিবিরোধী পোস্টার লাগিয়ে এ প্রচারণার উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম।
এরপর শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজসহ জেলা শহরের বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী পোস্টার লাগানো হয়।
এ সময় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, অফিসার ইনচার্জ (তদন্ত) সওগাঁতুল আলম, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অশোক কুমার সরকার, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।