
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহত ভ্যান চালকের নাম মুসা সিকদার (৪৫)। তিনি কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের ইদ্রিস সিকদারের ছেলে।
আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, কাশিয়ানী থেকে ভ্যানে করে তিনজন যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিলেন মুসা। এ সময় একটি ট্রাক পিছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মুসা নিহত হন।
এতে ভ্যানে থাকা যাত্রী মো. তরিবুর শেখ (৫০), রেজাউল শেখ (৪২) ও শাহাদত খা (৪৫) আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।