গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত ও তিনজন আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার দোহাশার গ্রামের মৃত সেকেন্দের মীরের ছেলে রেললাইন সম্প্রসারণের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ইঞ্জিনিয়ার ইসমাইল মীর (৩৮) ও মাগুরার বেলনগর গ্রামের মো. মোসলেম বিশ্বাসের ছেলে ট্রাকচালক মামুন বিশ্বাস (২৭)।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ম্যাক্স গ্রুপের একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে ম্যাক্স গ্রুপের প্রকৌশলী ইসমাইল মীর ও ট্রাকচালক মামুন বিশ্বাস নিহত ও তিনজন আহত হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।