গোপালগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান চার দালালকে আটক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের জুল্লুন মোল্লা (৪৫), একই গ্রামের নাজমুল মোল্লা (৩৫), শিবপুর গ্রামের তুহিন শেখ (৩০) ও ভেন্না বাড়ি গ্রামের নান্টু তালুকদার (৩৮)।

অপর দিকে, সদর উপজেলার ভেড়ার বাজার থেকে ৭৫ পিস ইয়াবাসহ আবুল কাসেম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, আজ দুপুরে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় অফিসের ভেতর থেকে জুল্লুন মোল্লা, তুহিন শেখ, নান্টু তালুকদার ও নাজমুল মোল্লা নামে চার দালালকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে দালালি করে আসছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ।