গোপালগঞ্জে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় আয়শা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়শা কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের হায়দার মীরের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলী নুর জানান, চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখে বাড়ি ফেরার সময় মহাসড়ক পার হচ্ছিল আয়শা। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।