গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

গোপালগঞ্জ শহরের শাপলাবাগ এলাকায় নির্মাণাধীন তিন তলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল শেখ (২৪) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত সোহেল শেখ সদর উপজেলার আড়পাড়া গ্রামের বকুল শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, দুপুর ১২ টার দিকে শাপলাবাগ এলাকার বাসিন্দা ইসলামী ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানের নির্মাণাধীন ভবনের তিন তলায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন সোহেল শেখ। ভবনের একবারে পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সঙ্গে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ঐ শ্রমিক।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।