গোপালগঞ্জে মহান মে দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি : নানা আয়োজনে মধ্যে দিয়ে গোপালগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস উপলক্ষ্যে শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, পরিবহন শ্রমিক লীগ, রিক্সা শ্রমিক লীগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (সিবিএ) নির্মাণ শ্রমিকেরা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয় এসে শেষ হয়।
পরে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও জেলা উদিচীর শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। জেলা শ্রমিক লীগের সভাপতি নিত্য বৈধ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হাবিবুর রহমান পল্টু, মটর শ্রমিকলীগের ওমর আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হোসেন।