জেলা প্রতিবেদকঃ কোভিড-১৯ উপসর্গ নিয়ে গোপালগঞ্জে মারা যাওয়া তিন নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
রোববার (১৯ এপ্রিল) এ তথ্য জানান গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
তিনি জানান, গত ১২ এপ্রিল জেলার কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামের এক নারী, গত ১৫ এপ্রিল টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের এক নারী ও একই দিন মুকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামের এক নারীসহ মোট তিনজন করোনা ভাইরাসের উপসর্গ নয়ে মারা যান। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে আইইডিসিআর থেকে পাঠানো প্রতিবেদনে ওই তিন নারীর শরীরের করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব মেলেনি।
রোববার পর্যন্ত গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনের প্রতিবেদন এসেছে। অন্য দু’জনের প্রতিবেদনে এখনো পাওয়া যায়নি বলেও জানান সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ জেলায় ১০ পুলিশ সদস্যসহ ২১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।