গোপালগঞ্জে শুরু হচ্ছে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম

গোপালগঞ্জ প্রতিনিধি : শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিশুকে নৈতিক ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জে আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম।

‘স্বপ্ন দেখি ভালো মানুষ গড়ার’- স্লোগানে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করা হচ্ছে।

জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে কর্তৃপক্ষ জানিয়েছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে ছেলে-মেয়েদের শুধু পুঁথিগত বিদ্যা নয়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পাঠদান, সংস্কৃতি চর্চা, ক্রীড়াসহ বিভিন্ন অনুশীলন ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া হবে।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ১ মার্চ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।