গোপালগঞ্জে ১১দিন ব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগীতা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে ১১দিন ব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগীতা। মঙ্গলবার সকাল ৯ টায় জেলা শিশু একাডেমি হল রুমে এই প্রতিযোগীতা শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই প্রতিযোগীতায় জেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
প্রথম দিনের বিতর্ক প্রতিযোগীতায় গোপালগঞ্জ আইডিয়াল একাডেমি, বীনাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, যুগশিখা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, শাহীন স্কুল এন্ড কলেজ ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, শিল্পকলা একাডেমির তালযন্ত্র প্রশিক্ষক সুভাষ চন্দ্র সরকার। আগামী ১৪ এপ্রিল আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে এই প্রতিযোগীতা সম্পন্ন করা হবে।