গোপালগঞ্জ মুকসুদপুরের জলিরপাড়ে পুলিশের স্থায়ী ক্যাম্প চায় এলাকাবাসী

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারের অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী ভাবে চায় এলাকাবাসী। মুকসুদপুর থানার শেষ প্রান্তে জলিরপাড় বাজার পুলিশ ক্যাম্প স্থায়ী ফাঁড়ি করনের দাবি জানিয়েছে এলাকার ব্যবসায়ী, সাধারন মানুষ ও জন প্রতিনিধিগন।
জলিরপাড় বাজারসহ ইউনিয়নে রয়েছে বঙ্গরতœ ডিগ্রী কলেজ, জে.কে.এম.বি.মল্লিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষা কেন্দ্র, ব্যাংক, ভূমি অফিস, টোল অফিস, খ্রিষ্টান মিশন, ব্রা মার্কেট, ক্ষুদ্র শিল্প কারখানাসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে জলিরপাড় এলাকায়।
এলাকার সাধারন মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন জানায়, জলিরপাড় বাজারের অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী পুলিশ ফাঁড়ি করা হলে তারা নিশ্চিন্তে দিন কাটাতে পারতো। অস্থায়ী ক্যাম্পটির ফলে এলাকার মানুষ আইনী সহায়তাসহ বিভিন্ন কাজে পুলিশের সাহায্য সহজেই পাচ্ছেন বলেও জানান তারা। এ লক্ষ্যে পুলিশ ক্যাম্পটি স্থায়ী ফাঁড়ি করা জরুরী বলে মনে করেন সাধারন মানুষসহ এলাকাবাসী।