গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্জয় চাকী (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার সকাল ৮টার দিকে পৌর এলাকার ঝিলপাড়া থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
দুর্জয় চাকী গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ার অজয় চাকীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল গফুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অজয় চাকীর বাসার পাশ দিয়ে সন্দেহজনক ঘোরাফেরা করছিল আরিফ। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিত-া হয়।
এক পর্যায়ে আরিফ তার কাছে থাকা ধারালো ছোরা দিয়ে দুর্জয় চাকীর গলা কেটে পালিয়ে যাওয়ার সময় ডিউটিরত নৈশ্যপ্রহরীরা আরিফকে আটক করে। পরে অজয় চাকীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুর্জয় চাকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আরিফকে থানায় আনা হয়েছে।
আরিফ উপজেলার শিবপুর ইউনিয়নের বারোটিকরী গ্রামের হজরত আলীর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।