গোল করার পর এক-এক খেলোয়াড়ের উদযাপনের ভঙি এক-এক রকমের হয়

ক্রীড়া ডেস্ক : গোল করার পর এক-এক খেলোয়াড়ের উদযাপনের ভঙি এক-এক রকমের হয়। তাদের মধ্যে কারো কারোটা ভিন্নধর্মীও হয়। তবে এমন উদযাপন ফুটবল ইতিহাসে কমই হয়েছে।

সোমবার রাতে দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তোদোরেসের ম্যাচে মুখোমুখি হয় বলিভিয়ার ক্লাব অরিয়েন্তে পেট্রোলেরো ও পেরুর ক্লাব ইউনিভার্সিতারিও ডি ডেপোর্তেস। এই ম্যাচে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দশজনের দলে পরিণত হয় অরিয়েন্তে পেট্রোলেরো। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে মাঠে নামানো হয় দলটির উরুগুইয়ান স্ট্রাইকার ম্যাক্সিমিলিয়ানো ফ্রেইতাস তানকুয়িকে।

মাঠে নেমে প্রথম বল পেয়েই তিনি গোল করে ফেলেন। যে দৌড়ে তিনি গোল করেছেন সে দৌড়েই তিনি মাঠ পেরিয়ে, বিজ্ঞাপন বোর্ডের উপর দিয়ে মাঠের বাইরে চলে যান। সেখান রাখা একটি গাড়র দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন। এরপর দরজা লাগিয়ে সতীর্থদের টাটা দিতে থাকেন। এমন একটা ভাব করেন যে তিনি আর খেলবেন না। অনেক হয়েছে। এবার বাড়ি চলে যাই। ততক্ষণে তার সতীর্থরাও সেখানে গিয়ে গাড়ির বাইরে থেকে উদযাপনে যোগ দেয়। এরপর তাকে বের করে আনে।

তানকুয়ির আগে অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজমান দেপোর্টিভো লা করুনিয়ার বিপক্ষে গোল করে এমন উদযাপন করেছিলেন।