জ্যেষ্ঠ প্রতিবেদক : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার জনগণের পকেট কেটে টাকা তুলে নেবে। সরকারের এই সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে। এর প্রতিবাদে বিএনপি দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে।’
ঢাকায় কেন্দ্রীয়ভাবে কোথায় কর্মসূচি পালিত হবে তা বুধবার গণমাধ্যমকে জানানো হবে বলে জানান এই বিএনপি নেতা।
গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতালে বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ও তাদেরকে নির্যাতন করার নিন্দা জানান রিজভী। তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ডাকা হরতাল চলাকালে শাহবাগে বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার ও নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করেছে। এটা প্রমাণ করে, জনস্বার্থ সমর্থিত কোনো প্রতিবাদ সরকার সহ্য করতে পারে না।’
তিনি বলেন, ‘সরকারের জবাবদিহিতা না থাকলে ক্ষমতাসীনদের বেপরোয়া সিদ্ধান্তে জনজীবনে এক দুর্বিষহ অনিশ্চয়তা বিরাজ করবে। যেহেতু প্রতিবাদী কণ্ঠকে ফাঁসির দড়িতে চেপে রাখা হয়, সেহেতু যে কোন গণবিরোধী সিদ্ধান্ত নিতে গণবিচ্ছিন্ন সরকার পিছপা থাকে না। সম্প্রতি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকারের অগণতান্ত্রিক একগুঁয়ে দানবীয় আচরণেরই বহি:প্রকাশ।’
সরকার জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করতে দ্বিধা করে না মন্তব্য করে রিজভী বলেন, ‘এই সরকার গ্যাসের পাঁচগুণ মূল্য বৃদ্ধি করেছে। যার বিরূপ প্রভাব পড়েছে শিল্প-বাণিজ্য-কৃষিতে। মধ্য ও নি¤œ আয়ের মানুষ চরম সঙ্কটের মধ্যে পড়েছেন। সমাজের কোন অংশের কথা আমলে না নিয়ে একতরফাভাবে সরকারের এই গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনগণকে তুচ্ছ জ্ঞান করারই সামিল।’
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুবুর রহমান শামীম, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল আউয়াল খান, কাজী আবুল বাশার, মো. মুনির হোসেন, আমিনুল ইসলাম, আবু নাসের রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।