নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজধানীতে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি-বাসদ।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।
শুক্রবার সিপিবি থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান যৌথভাবে বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
একই সঙ্গে তারা আগামী মঙ্গলবারের হরতালকে গণদাবির হরতাল হিসেবে সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার ওপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। সিপিবি-বাসদ এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পিছু হটতে বাধ্য করবে।